ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চর*পতা*নী*য়ায় রা*স্তা নি*র্মা*ণ কাজের উ*দ্বো*ধ*ন করলেন ইউএনও ইকবাল হাসান

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৬, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সদর উপজেলার চরপতানিয়া গ্রামে বহুল প্রত্যাশিত একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে রায়হান মেম্বার বাড়ি থেকে আবুল কাশেম মাস্টার বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান।

ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য, সমাজসেবক, যুবসমাজের নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

ইউএনও ইকবাল হাসান বলেন, “সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই রাস্তা নির্মাণ হলে এলাকার জনগণের চলাচলে স্বস্তি আসবে এবং কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় ছিল। নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ায় তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।