আহসান আকিব :: বরিশালে আ'লীগ নেতা গাজী কামালের ছত্রছায়ায় বিউটি সিনেমা হল দখলের চেষ্টা : সংবাদ সম্মেলনে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ
বরিশাল নগরীর চকবাজার রোডস্থ ঐতিহ্যবাহী বিউটি সিনেমা হলের জমি দখলের পাঁয়তারা, ভুয়া দলিল সৃষ্টি এবং মালিকানা দাবির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সৈয়দ আশিক চৌধুরী নামে এক ব্যক্তি। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কাজী কামালের প্রত্যক্ষ ছত্রছায়ায় তার তিন সহযোগী মো. আবুল হাসান কুদ্দুস, কালাম মল্লিক ও রাকিব মল্লিক বিউটি সিনেমা হলের জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এদের সঙ্গে আরও অন্তত এক ডজন পারিবারিক সদস্যও এই দখলচেষ্টায় সহযোগিতা করছেন।
ভুক্তভোগী আশিক চৌধুরী অভিযোগ করেন, আলাদা ও ভুয়া দলিলের মাধ্যমে এসব ব্যক্তি কূটকৌশলে জমির মালিকানা দাবি করছেন। অথচ বিউটি সিনেমা হল তাদের পৈত্রিক সম্পত্তি এবং এতে কোনো প্রকার বিরোধের সুযোগ নেই। কিন্তু ক্ষমতাসীন দলের পরিচয় এবং প্রভাব খাটিয়ে জমিটি দখলের জন্য ভয়ভীতি ও হুমকির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
কাজী মফিজুল ইসলাম কামাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক হওয়ায় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি এসব দখলবাজিকে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সৈয়দ আশিক চৌধুরীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানবেতর জীবনযাপন করছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রকৃত মালিকদের অধিকার রক্ষার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুস্পষ্ট অবস্থান এখনো পাওয়া যায়নি।