আহসান আকিব :: ছাত্রদল নেতা সবুজ আকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল।
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ভিত্তিতে সংগঠন থেকে বহিষ্কারের প্রতিবাদে এবং তাকে তার পদে পুনর্বহালের দাবিতে আজ (২৬ মে ২০২৫ সোমবার,) বেলা ১২টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে বরিশাল জেলা ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সজল শরীফ। মানববন্ধনে অংশ নেন প্রায় ১০০-১২০ জন নেতাকর্মী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
মানববন্ধন শেষে বেলা ১২টা ৩০ মিনিটে সজল শরীফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি অশ্বিনী কুমার হল থেকে শুরু হয়ে সদর রোড, বিবির পুকুর পাড়, কাকলীর মোড়, ফজলুল হক এভিনিউ, নগর ভবন, ফলপট্টি মোড়, চকবাজার, কাটপট্টি রোড ও ফকির বাড়ি রোড প্রদক্ষিণ করে রাখাল বাবুর পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং বেলা ১২টা ৫৫ মিনিটে শেষ হয়।
নেতাকর্মীরা দাবি জানান, সবুজ আকনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করার আহ্বান জানাান।