ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লিখন হ*ত্যা*র বি*চা*র দা*বি*তে বরিশাল সরকারি বিএম কলেজে মা*ন*ব*ব*ন্ধ*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৬, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবী রাবেয়া সাবরিন আক্তার লিখন হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত কলেজ মসজিদ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের বর্তমান শিক্ষার্থীসহ প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বিএম কলেজ শাখার সভাপতি ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জিয়াউর রহমান নাঈম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম আজাদ।

মানববন্ধনে বক্তারা লিখন হত্যার দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।