প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
উজিরপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :: কৃষকদল নেতা স্বপন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার : কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে সিদ্ধান্ত।
উজিরপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক স্বপন মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কৃষকদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাকে বহিষ্কার করা হলেও, পরবর্তীতে তার লিখিত আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ (মঙ্গলবার ২৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের যৌথ অনুমোদনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বপন মল্লিকের আবেদন যাচাই-বাছাই শেষে নেতৃবৃন্দ তার বিরুদ্ধে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে উজিরপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
Copyright © 2025 Crime Times. All rights reserved.