নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকায় রোড ডিভাইডারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।
সোমবার (২৬ মে) রাতে বৃষ্টির মধ্যে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একাধিকবার ট্রাকসহ বিভিন্ন যানবাহন ওই অন্ধকার ডিভাইডারে ধাক্কা খেয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই এই স্থানে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। ফলে বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় চালকদের পক্ষে ডিভাইডারটি চোখে পড়া কঠিন হয়ে পড়ে।
নগরবাসীর দাবি, দ্রুত এই স্থানে উপযুক্ত আলোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে আরও প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।