
নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ কর্মচারীবৃন্দ।
বুধবার (২৮ মে) অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
বেসরকারি বিদ্যালয়ের কর্মরত-কর্মচারীদের ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৮ মে) চরহোগলা মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।
২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে বলে জানান তারা।
চরহোগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন, তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই তাদের কর্মবিরতি পালন ও দাবি যৌক্তিক।
কর্মবিরতি পালনরত চরহোগলা স্কুলের কর্মচারীদের সাথে কথা হলে তারা জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মিল রেখে কর্মচারীদের ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি না করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২৫% ভাতা বৃদ্ধি না করলে তারা কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।