
নিজস্ব প্রতিবেদক :: ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ২০২৫ অর্থবছরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন