নিউজ ডেস্ক :: বরিশালের গৌরনদীতে বিআরটিসির একটি বাসের ধাক্কায় বাবুল প্যাদা (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদীশিপুর গ্রামের মরহুম ইউসুফ প্যাদার ছেলে।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশের একটি দল ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি বরিশালের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইল্লা স্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাবুল প্যাদাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।