ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সদ*স্য নবায়ন কা*র্য*ক্র*মের উ*দ্বো*ধ*ন, নে*তা*ক*র্মীদের ঐ*ক্য*ব*দ্ধ থাকার আ*হ্বা*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১১, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠির রাজাপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাজাপুর উপজেলার নৈকাঠী মোড়ের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা আল গাজী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মোঃ রফিক হাওলাদার, বিএনপি নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা প্রফেসর ড. জাকারিয়া লিংকন, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, মহিলা দলের জেলা সভানেত্রী জুয়েল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ যারা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন, তারা যেন ভুলে না যান সাপের সঙ্গে খেলা করলে সে একদিন ছোবল দেবে। যারা টাকার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা সাবধান থাকুন।’

তারা আরও বলেন, বিগত সময়ে যারা রাজাপুর-কাঠালিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন, তারা শুধু লুটপাটে ব্যস্ত থেকেছেন। আজ অবধি আধুনিক কোনো হাসপাতালও নির্মাণ হয়নি। উন্নয়নের নামে হয়েছে প্রতারণা।’

বক্তারা দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই সদস্য নবায়ন কার্যক্রম থেকেই আগামী দিনের রাজনীতির ভিত্তি তৈরি হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’