নিজস্ব প্রতিবেদক :: ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে নৌযান গুলোর বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বরিশাল লঞ্চঘাটে গেলে এমন অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঢাকা বরিশাল রুটে আগে ২টি লঞ্চ চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে প্রতিদিন ৬ থেকে ৮টি লঞ্চ চলাচল করছে। এছাড়া অভ্যন্তরিন রুটগুলোতে বিরতিহীন ভাবে চলাচল করছে লঞ্চ।
তবে যাত্রীদের অভিযোগ, আগে ঢাকা বরিশাল রুটের ডেক ভাড়া ৩’শ টাকা থাকলেও তা বর্তমানে নেওয়া হচ্ছে ৪’শ টাকা। এছাড়া সিঙ্গেল কেবিন ১ হাজার টাকা থেকে ২’শ টাকা বেড়ে হয়েছে ১২’শ টাকা। আর ডাবল কেবিন ২ হাজার টাকা থেকে ৪’শ টাকা বেড়ে হয়েছে ২৪’শ টাকা। এছাড়া অভ্যন্তরিন রুটের মঞ্চগুলোতে ভাড়া বেড়েছে প্রকারভেদে পঞ্চাশ থেকে ১’শ টাকা।
ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। অবে অভিযোগ মানতে নারাজ লঞ্চ কতৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক সেলিম রেজা জানান, ঢাকা বরিশাল রুটের লঞ্চ ভাড়া সরকারি রেট অনুযায়ী নেওয়া হচ্ছে। আগে ব্যবসায়ের জন্য লঞ্চ মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিত। এখন সরকার কতৃক নির্ধারিত ভাড়া নিচ্ছে।
তবে অভ্যন্তরীন রুটে যদি লঞ্চ ভাড়া বেশি আদায় করা হয় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ ভাড়া বেশি নেওযার কোনো সুযোগ নেই। এদিকে নিরাপত্তার জন্য সর্বক্ষণিক কাজ করার কথা জানায় নৌ পুলিশ।