নিজস্ব প্রতিবেদক ::: পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাহিদা বেগম (৪৮) ও কুলসুম বিবি (১০৫)। অভিযুক্ত আল-আমিন ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আল-আমিন নিখোঁজ হন। তিন-চার দিন আগে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার আল-আমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বড় ভাই পরিচয়পত্র আনতে স্থানীয় ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে বাড়ির বাহিরে যান। এই সুযোগে আল-আমিন তার সৎ মা ও দাদিকে জবাই করে হত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে আল-আমিন দৌড়ে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আবদুর রাজ্জাক খানের ছেলে আল আমিন তার দাদী ও সৎ মাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও বলেন- নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিল বলেও আমরা জানতে পেরেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’