নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালমুখী ‘হানিফ’ পরিবহনের একটি দ্রুতগতির বাস ঢাকা থেকে ছেড়ে আসার পর ভূরঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ থানার হেফাজতে রয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা আরও অভিযোগ করেন, হানিফ পরিবহনের বাসটি উচ্চ গতিতে চালানো হচ্ছিল। তারা বলেন, ওই এলাকায় কোনো গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনাপ্রবণ এই এলাকাটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।