নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মুলাদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুলাদীর দক্ষিণ কাজীর চরের ২১ বছর বয়সী গৃহবধূ মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
মামলার বরাতে তিনি জানান, গৃহবধূর স্বামী প্রবাসী। তিনি বিদেশে থাকার সুযোগে একই এলাকার সজীব হাওলাদার চলতি বছরের গত ১০ জুন রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে।
পরে গৃবধূকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এছাড়া ঘটনাটি প্রকাশ করলে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।