নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মে মাসে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ৩৫৬টি অপরাধ। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো ধর্ষণের ঘটনা—মোট ২৮টি। বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি এবং বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই তথ্য উঠে এসেছে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা যায়, মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪০টি এবং জেলার অন্যান্য এলাকায় ২১৬টি অপরাধ সংগঠিত হয়েছে। মেট্রোপলিটন এলাকায় ৪টি খুন, ১টি ডাকাতি, ৫টি চুরি, নারী নির্যাতনের ১২টি, মাদক সংশ্লিষ্ট ৩৭টি, অপহরণ, শিশু নির্যাতন এবং ধর্ষণসহ মোট ১৪০টি অপরাধ রেকর্ড করা হয়েছে।
অপরদিকে জেলার উপজেলাগুলোতে ২টি খুন, ১টি দস্যুতা, ৬টি সিঁধেল চুরি, ২৩টি নারী নির্যাতন ও ১৯টি ধর্ষণসহ ২১৬টি অপরাধ সংগঠিত হয়েছে।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বলেন, “ইভটিজিং, নারী নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে স্কুল-কলেজে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।”
জেলা প্রশাসক বলেন, “নারী নির্যাতন বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসন একসাথে এগিয়ে এলে সমাজ থেকে এই ব্যাধিগুলো দূর করা সম্ভব।”