নিউজ ডেস্ক :: ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) নতুন আরও ৮ দফায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
এর আগে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়ে হামলার দাবি করে ইরান। এদিন একযোগে তেল আবিব, জেরুজালেমসহ একাধিক শহরে ব্যালেস্টিক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী। হামলা হয়েছে বন্দর নগরী হাইফা ও হার্জলিয়া শহরেও। চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
এদিকে, ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। এমনকি দেশটির যুদ্ধকালীন সেনাপ্রধান আলি সাদমানিকে হত্যার দাবিও তাদের।
এরপর যাকে দায়িত্ব দেয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে ইরান।