নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্ত স্কাউটস দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বিএইচপি একাডেমি চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএইচপি একাডেমী হলরুমে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ মুক্ত স্কাউটস দলের সদস্য শাহ আলম রাঢ়ীর সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সহকারী উপ—পরিদর্শক জাহিদ রসুল,
বিএইচপি অ্যাকাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানাসহ প্রমুখ।