নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের ঘাটে সম্প্রতি সংস্কার কাজের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে নতুন একটি সীমানা প্রাচীর। তবে এ প্রাচীর নির্মাণের সময় ঘাট সংলগ্ন স্থাপিত একটি সরকারি পোস্ট বক্সকে ভেতরে রেখেই কাজ শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সাধারণ জনগণ এখন পোস্ট বক্সটি ব্যবহার করতে পারছেন না।
সাধারণত কোনো সরকারি বা বেসরকারি স্থাপনার আশেপাশে উন্নয়ন কাজের আগে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি বা মৌখিকভাবে জানিয়ে সরানোর সময় দেওয়া হয়। কিন্তু ডাক বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন, এ ঘটনায় তাদের পূর্বে কোনোভাবেই অবহিত করা হয়নি।
এ বিষয়ে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোঃ আব্দুর রশিদ বলেন,
> “বিষয়টি আমি ঈদের ছুটির মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখে জানতে পারি। এরপর আমি খোঁজ নিতে শুরু করি। এখনো পর্যন্ত জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন—কারো পক্ষ থেকেই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমেই নিশ্চিত হলাম। আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেব।”
এদিকে বরিশাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম বলেন,
> “আমি এই ঘটনা সম্পর্কে আগে অবগত ছিলাম না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”
ডাক বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি সার্ভিসকে এভাবে দেয়ালের পেছনে রেখে দেওয়া শুধু দায়িত্বহীনতাই নয়, বরং নাগরিক সেবার প্রতি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।