নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে বাস থেকে চাঁদা নেওয়ার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার এসআই মো. বসির আহম্মেদ জানিয়েছেন। গ্রেপ্তার সিয়াম খন্দকার নগরীর ২৬ নম্বর ওয়ার্ড সাউথ অ্যাপোলো হাসপাতালের সামনের বাসিন্দা মো. সবুজ খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় ছিলো। একটি বাস থেকে চাঁদা নেওয়ার সময় সিয়ামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এসআই বসির বলেন, রূপাতলী বাস টার্মিনাল এলাকা অতিক্রমকালে দূরপাল্লার বাস থেকে চাঁদা উত্তোলন করা হয়। এ নিয়ে ১৯ এপ্রিল সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের দৃষ্টিগোচর হয়। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা করার নির্দেশ দেন।
এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল কোতোয়ালি মডেল থানার এসআই মো. সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বাস টার্মিনালের ইজারাদার মো. কবির খানসহ অজ্ঞাতদের আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সিয়ামকে আদালতে পাঠানো হয়।
আদালতের জিআরও এনামুল হক বলেন, সিয়ামকে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন।