নিউজ ডেস্ক :: কুমিল্লার মেঘনায় আব্দুল মান্নান মিয়া নামের আওয়ামী লীগের পদপ্রাপ্ত এক নেতাকে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। শুক্রবার (২০ জুন) ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি সবার নজর কাড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন আব্দুল মান্নান মিয়া। গত ১৭ জুন (মঙ্গলবার) বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির এক সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির উপস্থিতিতে আওয়ামী লীগের ওই নেতাকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।