নিজস্ব প্রতিবেদক :: জুলাই-আগস্টের আন্দোলনে বরিশাল বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি, বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হালিম খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে হালিম খানকে গ্রেফতার করা হয়েছে। আজ (রবিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত বছর বরিশালে বিএনপি নেতাকর্মীদের চলমান আন্দোলনের সময় বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় একাধিক মামলা হয়। ওই মামলায় হালিম খানের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।