নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ওবায়দুল্লাহ এবং নাজমুল এর অভিযানে শনিবার বিকাল ৪ঃ৩০ মিনিটে ১০০ গ্রাম গাজা সহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন মুকুল নামে এক নারী। শনিবার বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাত নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল উপ পরিদর্শক ওবায়দুল্লাহ।
এ ব্যাপারে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওয়াদুল্লাহ বলেন আমাদের মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে, এবং যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।