নিউজ ডেস্ক ::
টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অতিরিক্ত আইজিপির বক্তব্যের বিষয়ে বলেছেন, পুলিশ জনবান্ধন ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে।
সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন।
মবের বিষয়ে তিনি বলেন, এ ধরনে ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। আগের মতো পুলিশ ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।