প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
বরিশালে পার্টনার প্রোজেক্টের আওতায় দিনব্যাপী কংগ্রেস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ২০২৪-২৫ অর্থবছরের "পার্টনার" (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রোজেক্টের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বরিশাল সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কৃষি উদ্যোক্তারা।
প্রারম্ভে অতিথিবৃন্দ কৃষি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা ২০২৪-২৫ অর্থবছরে পার্টনার প্রোজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য, এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। আলোচনায় কৃষি উদ্যোক্তা তৈরির গুরুত্ব, পুষ্টি সচেতনতা ও টেকসই কৃষি ব্যবস্থার দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পার্টনার প্রোজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.