স্টাফ রিপোর্টার ::
বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে কলেজ প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
ছাত্রছাত্রীদের দাবি, কলেজের অবকাঠামো দিন দিন জরাজীর্ণ হয়ে পড়ছে। শ্রেণিকক্ষে স্থান সংকট, লাইব্রেরি ও ল্যাবের আধুনিক সুবিধার অভাব, নিরাপত্তার ঘাটতি এবং পরিবেশগত ভারসাম্যের অভাব — এসব সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন তারা।
দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. জরাজীর্ণ ভবন সংস্কার ও আধুনিক অবকাঠামো নির্মাণ
২. ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও নিরাপত্তাকর্মী নিয়োগ
৩. পর্যাপ্ত ক্লাসরুম ও ছাত্রীনিবাসের ব্যবস্থা
৪. পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা রক্ষা
৫. আধুনিক মানের গ্রন্থাগার ও বিজ্ঞান গবেষণাগার স্থাপন
শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, "দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি"।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে, কিন্তু সেই অনুপাতে অবকাঠামো ও সুবিধা বাড়েনি। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিক।”
একাধিক বিভাগের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও শিক্ষার্থীদের দাবি কলেজ প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানা গেছে।