নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বগুড়া এলাকার জিয়া সড়কের বেহাল অবস্থা ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আকম (২৭ জুন) জুমার নামাজের পর বাইতুন মোমিন জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জিয়া সড়ক এলাকার সর্বস্তরের জনগণ। ব্যানার হাতে নিয়ে আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, "জিয়া সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত করুণ। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, সৃষ্টি হয় চরম ভোগান্তি। স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সমস্যা হয়।"
তারা আরও বলেন, "পশ্চিম বগুড়ার গুরুত্বপূর্ণ এই রাস্তাটির উন্নয়নের জন্য বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ আমরা রাস্তায় নেমেছি।"
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জিয়া সড়কের পূর্ণাঙ্গ সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।