নিউজ ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে রান্না করতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মনি ভূইয়া(৫৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মনি ভূইয়া উপজেলার রমজানপুর ইউনিয়ন জজিরা গ্রামের ৬নং ওয়ার্ডের যতিন ভুইয়ার স্ত্রী। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানাগেছে, গৃহবধূ মনি ভূইয়া শুক্রবার সকালে রান্না করার জন্য লাকড়ি আনতে যায়।
এসময় লাকড়ির মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর কামড় দেয়। এতে করে মনি ভূইয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনব্যাপী স্থানীয় এক ওঝা এনে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা চালায় ওই গৃহবধূর পরিবার।
কিন্তু এক পর্যায় তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাতে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছেলে কৃষ্ণ ভূইয়া জানান, আমার মাকে সাপে কামড় দিলে সে মারা যায়। নিহতের স্বজন রিপন ভূইয়া জানান, মনি ভূইয়াকে প্রথমে ডাক্তারের কাছে না নিয়ে সারাদিন ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা চালানো হয়। এতে করে তার অবস্থা আরো বেশি খারাপ হয়। পরে তাকে বরিশাল নিলে তার মৃত্যু হয়।