নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নর কালিহাতা গ্রামে স্কুল,মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কৃষক দলের উদ্যোগে নারিকেল চাড়া গাছ রোপণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা ১১ টার দিকে দেশব্যাপী বৃক্ষে রোপণ কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা ও কালিহাতা নতুন বাড়ি জামে মসজিদের মাঠে ফলজ নারিকেল চাড়া গাছ রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আঃ হালিম হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদার, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন, কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম সুমন, প্রবীন বিএনপি নেতা মোঃ ফারক হোসেন কলম মোল্লা, কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলী মৃধা, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে কৃষক দলের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালিহাতাবাসী।