নিউজ ডেস্ক :: খাগড়াছড়িতে বিশেষ প্রশিক্ষণ চলাকালে মো. মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।
এএসআই মো. মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিচ্ছিলেন। সকালে প্যারেড ট্রেনিংয়ে (পিটি) অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহের এ কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন। তার মৃত্যুতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।