প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৩, ৩:১১ অপরাহ্ণ
বরিশাল-৩ আসন : জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন, গোলাম কিবরিয়া টিপু

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রণালেয়র স্থায়ীকমিটির সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।
এসময় তার সাথে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জাতীয় পার্টির বহু নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
তিনি এ আসন থেকে এর আগে ২০০৮ এবং ২০১৮ সালে দুইবার লাঙ্গল প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.