প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের অফিসিয়াল নাম্বার ক্লোনের চেষ্টা : সবাইকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের অফিসিয়াল নাম্বার ক্লোনের চেষ্টা : সবাইকে সতর্ক থাকার আহ্বান।

কক্সবাজার সদর থানার এসআই (সাব-ইন্সপেক্টর) মাসুম পরিচয়ে এক ব্যক্তি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার-এর দাপ্তরিক মোবাইল নাম্বারটি ক্লোন করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে,
ঘটনার সূত্রে পাওয়া তথ্যমতে, অজ্ঞাত ওই ব্যক্তি প্রশাসকের নাম্বার ক্লোন করে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট মহল এবং সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি প্রশাসকের নাম ব্যবহার করে কোনো বার্তা বা ফোনকল পান, তবে অবশ্যই তা যাচাই করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এমন সন্দেহজনক যেকোনো ঘটনার তথ্য দ্রুত প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.