নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সূত্রে জানা- গত ২৮ জুন বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ এম মোহসীন আলম ও সদস্য সচিব সফিউল আলম সফরুল এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়- বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষকদলের আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অবিলম্বে উপজেলা ও পৌরসভা কৃষকদলের কমিটি পূর্ণ গঠন করা হবে।