নিজস্ব প্রতিবেদক :: গতকাল বূহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান বলেন, জুলাই সনদ ঘোষণার দাবি মেনে নেওয়া জরুরী। আমরা চাই সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন”।
যারা জুলাই সনদ প্রদানের কার্যক্রমে বাধা দিচ্ছেন,তারা জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানী করছেন । জুলাই আমাদের প্রেরণা।আমরা জুলাই সনদ প্রদানের দাবি আদায় না হওয়া পর্যন্ত সোচ্চার থাকবো মাঠে ময়দানে, ইনশাআল্লাহ । আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবি জানাচ্ছি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ গাজী ত্বহা হাসান, প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম ইমন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ ইমরান মীর,ক?ওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবুল বশার,স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ওহিদুল ইসলাম শাওন,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, কার্যনিবাহী সদস্য মুহাম্মাদ জিহাদুল ইসলাম।