নিউজ ডেস্ক :: পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান পরিচালনা করে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইসসহ ৪ যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা প্রেস ক্লাবের হল রুম প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।
আটককৃতরা হলেন রাসেল মল্লিক , আব্দুর রহমান , রাকিব ও মেহেদী হাসান । তারা সবাই মহিপুর থানার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কর্মরত ছিলেন। আটকদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক অনিমেষ হালদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ক্রিস্টাল আইসসহ ৪ মাদক কারবারিকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা-আলাদা মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদক সাপ্লাই করে থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।