নিউজ ডেস্ক :: মেহেরপুরের মুজিবনগরের আলোচিত মাদক কারবারি তুষার আলি (২৮) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। এ সময় তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর থানার কোমরপুর ক্লাবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তুষার আলি কোমরপুর ক্লাবপাড়ার বাসিন্দা আজিজুল হকের ছেলে। এ সময় ৬০ বোতল ফেনসিডিল, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তুষার ওই এলাকার বিত্তশালী অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে ফেনসিডিল সরবরাহ করতেন। গোপনে বিপুল সম্পদের মালিক হওয়ায় এলাকায় ‘অদৃশ্য’ কোটিপতি হিসেবে পরিচিতি পান তিনি। বিলাসবহুল জীবনযাপন, দামি মোটরসাইকেল ও ঘরবাড়ির কারণে তিনি এলাকায় সন্দেহের কেন্দ্রে ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, কোটিপতিদের গ্রাম নামে পরিচিত কোমরপুরের আড়ালে গড়ে উঠেছে একটি সুসংগঠিত মাদক সাম্রাজ্য। তুষার শুধু নিজে মাদক বিক্রি করতেন না, বরং নতুন প্রজন্মের কয়েকজনকেও এই ব্যবসায় জড়িয়েছেন।
এদিকে তুষার আটকের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন স্থানীয় শিক্ষক বলেন, যদি পুলিশ ধারাবাহিক অভিযান চালায়, তাহলে কোমরপুরে আবার শান্তি ফিরবে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আটক তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।