নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ডের নিউ ভাটিখানা, শাহজাহান মিয়ার গলি এলাকা থেকে হাবিবুর রহমান তালহা (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেল ৫টার দিকে নথুল্লাবাদ মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তালহা। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পরিবার।
নিখোঁজ তালহার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং সে একজন ভদ্র ও শান্ত স্বভাবের কিশোর।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
📞 ০১৭১৪-৯৬৯২৭২
পরিবারটি ছেলের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহানুভূতিশীল দৃষ্টি কামনা করা হয়েছে।
-