নিজস্ব প্রতিবেদক :: রিমান্ডে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দীন।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই একটি পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের দায়িত্বরত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মো. সুলতান নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় জসিম উদ্দীনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়।
এর প্রেক্ষিতে বুধবার তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় এবং একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৮ জুন বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে জসিম উদ্দীনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর অভিযোগসহ আরও চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।