নিউজ ডেস্ক :: কুমিল্লার তিতাসে পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার কড়িকান্দি বাজারের আলেক মিয়ার মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানা পুলিশ কড়িকান্দি বাজারের আলেক মিয়ার মাংসের দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় আলেক মিয়ার দোকানের ফ্রিজে রাখা ৭৮ কেজি পচা মাংস পাওয়া যায়।
পচা মাংস রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ওই মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং পচা মাংস বাজেয়াপ্ত করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, তিতাসের মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।