নিজস্ব প্রতিবেদক :: কিসাস পদ্ধতিতে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন ঝালকাঠির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন, এ পদ্ধতিতে বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করার সাহস পাবে না।
শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, এটা কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড নয়—এটা বর্বরতা। আমরা কিসাস পদ্ধতিতে (হত্যার ধরন অনুসারে দোষীদের একই কায়দায় শাস্তি দেওয়া।) বিচার চাই। যেভাবে সোহাগকে পাথর দিয়ে মারা হয়েছে, ঠিক সেভাবেই হত্যাকারীদের শাস্তি দিতে হবে। এ পদ্ধতিতে বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ভয়ঙ্কর অপরাধ করার সাহস পাবে না।
তারা আরও অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য। বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কিসাস অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা।
উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই হত্যাকাণ্ড ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ৪–৫ জন যুবক মিলে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বড় পাথর দিয়ে মাথায় আঘাত করছে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।