নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বিআইপি শাখা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অবস্থা এতটাই করুণ যে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে স্থানীয়রা দায়ী করছেন শোভারানীর খাল দখল এবং অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণকে।
এক সময় এ খালটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তি খালের জায়গা দখল করে নির্মাণ করেছেন বাড়িঘর ও স্থাপনা। এতে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।
এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাফেরা হয়ে পড়েছে কষ্টসাধ্য। বাড়ির ভেতরে পানি উঠে যাওয়ায় গৃহস্থালির জিনিসপত্র নষ্ট হচ্ছে, নোংরা পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়রা বলেন, “আমরা অনেকবার অভিযোগ করেছি, প্রশাসন পরিদর্শনেও এসেছে। একাধিকবার উচ্ছেদের আশ্বাসও দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”
এ বিষয়ে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন খাল দখলদারদের উচ্ছেদ করে খালটির পূর্বের অবস্থা ফিরিয়ে আনার।
তাদের ভাষায়, “আমাদের দাবি একটাই—খালটি দখলমুক্ত করে যথাযথভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করুন, না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ হবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।