নিউজ ডেস্ক :: শোবিজ অঙ্গনের আলোচিত নাম মারিয়া মিম। ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী তিনি। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন স্পেনপ্রবাসী মারিয়া মিম।
শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন বেশি দূর এগোয়নি। সংসার আর পেশাগত পথচলার মাঝে তৈরি হয় দূরত্ব। সিদ্দিক ও মারিয়া মিমের সংসারে এক পুত্র সন্তান থাকলেও ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।
এরপর থেকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ আলোচনায় তিনি। বিচ্ছেদের পর নতুন প্রেমে এ অভিনেত্রী। একাধিকবার স্বীকার করেছেন প্রেমের কথা। তবে প্রেমিকের নাম প্রকাশ করেননি।
ম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবারও জানালেন প্রেমিকের কথা। সেই সঙ্গে জানালেন বিয়ের পরিকল্পনাও। বাংলাদেশের কোনো ছেলেকে পছন্দ বলেও জানান মারিয়া মিম।
মারিয়া মিম বলেন, ‘বাংলাদেশে তো এমন কোনো ছেলে নাই যে পছন্দ করার মতো কেউ আছে। কিন্তু যখন দেশের বাইরে যাই তখন সবার দিকে হা হয়ে তাকিয়ে থাকি।
এতো সুন্দর সুন্দর ছেলে। মনে হয় বিয়ে করে ফেলি, এই টাইপের।’
টাকাওয়ালা মানুষকে দরকার উল্লেখ করে মারিয়া মিম বলেন, ‘টাকা তো লাগবেই। চলতে গেলে টাকা লাগবেই। ভালোবাসা আসলে কি, আপনি এমন একটা ভালো ছেলেকে বিয়ে করলেন কিন্তু কিছুদিন পর সে চিট করলো আপনার সঙ্গে। তো এর থেকে বেটার আপনি টাকাওয়ালা কাউকেই বিয়ে করেন। কান্নাকাটি করতে হবে যেহেতু বিএমডব্লিউ, রোলস রয়েসে বসেই কান্নাকাটি করেন।
নিজের প্রেমিক প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ‘আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে। সো, ওকে চেঞ্জ করে আরেকজনকে বিয়ে করতে হবে এরকম কিছু না। সো আমরা ফিউচারে বিয়েও করতে পারি। মানে বিয়ে করবো।’
বিয়ে প্রসঙ্গে মারিয়া মিম জানান, বিয়ে ইতালিতে করবেন তিনি। ইতালির কালচারেই বিয়ে হবে। তবে রিসিপশন হবে বাংলাদেশে। বিয়ের সাজসজ্জায় লেহেঙ্গা পরবেন বলেও জানান তিনি।