নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুরে মাইক্রোবাসের চাপায় আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শামছুল হুদা (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পরমান্দাসাহা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত শামছুল হুদা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের আঃ রব ফরাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার পরমানন্দসাহা সংলগ্ন সাকরাল এলাকার মিজানুর রহমানের দোকানের সামনে পাকা রাস্তার উপরে রোববার বেলা সাড়ে ১১ টা দিকে ভ্যানযোগে উজিরপুর যাওয়ার সময় একই দিক হতে আসা একটি হাইস মাইক্রোবাস (যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো, চ -২৯-৭৭১৫) ওভারটেক করতে গিয়ে ভ্যানের সাথে দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শামছুল হুদাসহ আরেক যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে শামছুল হুদার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএম এইচে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান।