নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান ও কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ এবং নাশকতার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা রোজী, অন্যতম সদস্য শামীমা আকবর, জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা রহমান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য মারিয়া ইসলাম মুন্নি, মহানগরবিএনপির সদস্য সুফিয়া আক্তার, হাসিনা কামাল প্রমুখ।