নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে বলে জানিয়েছে সংগঠনটি।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের অফিসিয়াল এক ফেসবুক পোস্টে জানান, জুলাইয়ের ৯ দফার অন্যতম দফা ছিল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক দাবি হলেও জুলাই পেরিয়ে জুলাই এসে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এমতাবস্থায় আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন প্রশ্নে সরাসরি শিক্ষার্থীদের মতামত জানার সময় এসেছে। এজন্য আগামী ২০-২২ জুলাই সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে বিপক্ষে গণভোট গ্রহণ করবো।
ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন , প্রতিষ্ঠালগ্ন থেকে ববিতে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে। এই অবস্থায় শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য আব্দুর রহমান জানান, “আমরা মনে করি, একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য নির্বাচিত ছাত্রসংসদ অপরিহার্য। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরা ক্যাম্পাসে একটি স্বতন্ত্র ও স্বচ্ছ গণভোট আয়োজন করবো। শিক্ষার্থীরা যদি চায়, তাহলে এই দাবি নিয়ে আমরা আরও জোরদার আন্দোলনে যাব।”
তিনি আরও বলেন, “গণভোটে শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে জানাতে পারবেন—তারা ছাত্র সংসদ নির্বাচন চান কি না। এই ফলাফল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমের সামনে উপস্থাপন করবো।”
সর্বশেষ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের গণভোটে অংশগ্রহণ করার জন্য অহ্বান জানান।’