নিজস্ব প্রতিবেদক :: নৌবাহিনী কর্তৃক মোসাঃ রেহানা (০৬) নামক হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমন এবং যেকোনো জনহিতমূলক কাজে সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৩-০৭-২০২৫) দুপুর ৩ টায় নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় টহল প্রদানকালে *মোসাঃ রেহেনা(০৬)* নামক হারিয়ে যাওয়া একটি বাচ্চা শিশুকে পাওয়া যায়। পরবর্তীতে খোজ নিয়ে দেখা যায় শিশুটির বাসা বরিশাল সদরের কাশিপুর এলাকার তেতুলতলা নামক জায়গায়।
নৌবাহিনী টহলদল কর্তৃক উক্ত শিশুটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানতে পারে যে, সে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ কাশিপুর তেতুলতলা নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। উক্ত তথ্যের উপর ভিত্তি করে নৌগোয়েন্দা তৎপরতায় দ্রুত শিশুটির বাসার ঠিকানা এবং পরিবারকে খুজে পাওয়া সম্ভব হয়। স্থানীয় প্রতিনিধির সাথে ভিডিও কলের মাধ্যমে শিশুটির মায়ের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে, শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে একই দিন বিকাল ৪ টায় সাঃ লেঃ মাহাবুবুর রহমান, (এক্স), বিএন (পি নং ৪০০৪) এর ০৪ সদস্যের একটি নৌবাহিনীর দল ভেদুরিয়া হতে এম এল দিপু লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে গমন করে। অতঃপর, আজ রাত ৮:১০ ঘটিকায় বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা পুলিশের উপস্থিতিতে হারিয়ে যাওয়া বাচ্চা শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সন্তানকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পরে এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান এবং যেকোনো জনহিতমূলক কাজে সহযোগিতা প্রদানের জন্য অভিযান ও টহল অব্যাহত রাখবে।