ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় হাসপাতালে ঢুকে রোগীকে মা*র*ধ*র, চিকিৎসককে তুলে নেওয়ার হু*ম*কি

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ করলে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ৩টায় মনপুরা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন চরফৈজুদ্দিন ৭নং ওয়ার্ডের মো. জামাল (৩০) ও মো. জুয়েল । আহত জুয়েলের মা নুরজাহান বেগম বাদী হয়ে মনপুরা থানায় এ অভিযোগ দায়ের করেন। জানা গেছে, পারিবারিক বিষয়ে কথাকাটাকাটির জেরে মেয়ের জামাই জামালকে মারধর করেন শ্বশুর মোতাহার ও শ্যালক আরিফ।

এরপর আহত হয়ে মনপুরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়ে তাকে মারধর করেন মোতাহার ও আরিফ। এসময় কর্তব্যরত চিকিৎসক বাধা দিলে তাকেও তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।

মো. মোতাহার ২নং হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা। এ বিষয়ে মনপুরা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, আহত হয়ে একজন হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এরপর কয়েকজন এখানে এসে ওই ব্যক্তিকে মারধর করেন। এসময় হাসপাতালের চেয়ার ভেঙে যায়।

বাধা দিতে এলে দায়িত্বে থাকা চিকিৎসককে হুমকি দেওয়া হয়। মনপুরা থানার ওসি বলেন, ‘আমি অফিসের কাজে ভোলায় এসেছি। ঘটনা শুনেছি। থানায় মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’