নিজস্ব প্রতিবেদক :: শহীদ মশিউল আলম সেন্টু ছিল সংগ্রামী নেতৃত্বের প্রতীক" ১৭তম মৃত্যুবার্ষিকীতে, মজিবর রহমান সরোয়ার।
বরিশাল বিএনপির সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের বিশ্বস্ত সহচর, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং বিএম কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি শহীদ মশিউল আলম সেন্টুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বিএম কলেজ মসজিদে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও জননেতা অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, “সেন্টু ভাই বরিশালের ছাত্র রাজনীতিতে সাহস, আদর্শ ও সংগ্রামের এক অনন্য প্রতীক ছিলেন। তার অবদান ছাত্রদল ও বরিশালের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামসহ বরিশালের ছাত্রদলের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সেন্টুর কর্মময় জীবন ও রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।