নিউজ ডেস্ক :: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কবির আহম্মদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৫২), একই এলাকার আবুল কাশেমের স্ত্রী সাহেনা আক্তার (৫০), তার ছেলে মোবারক হোসেন (১৭), আবু তাহেরের স্ত্রী রহিমা আক্তার (৩৫), তার স্ত্রী জেসমিন (৪৩) ও রবিউল হকের স্ত্রী ফারহানা জাহান নোভা (২০)।
পুলিশ সূত্র জানায়, ধর্ষণ মামলার আসামি কবির আহম্মদকে গ্রেপ্তারে গত মঙ্গলবার দিবাগত রাতে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। এ সময় তার সহযোগী ও স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে সেদিন রাত থেকে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার বলেন, ইতিপূর্বে কবির আহম্মদের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। তবে বিএনপির রাজনীতি করার কারণে তার সঙ্গে সম্পর্ক ছিল। বর্তমান পরিস্থিতিতে তাকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, অভিযুক্ত কবির ছাগলনাইয়া থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি। ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয়তায় ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল গ্রেপ্তার অভিযানে গেলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মূল অভিযুক্ত কবিরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।