প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বরিশাল মহানগর কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক হলেন, খালেদা তামান্না

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বরিশাল মহানগর শাখার জন্য এক বছরের মেয়াদে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীয় চৌধুরীর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৮ জুলাই ২০২৫ তারিখে স্মারক নং ছাত্রসংসদ/আ. ক./২০২৫-২৬/১০ অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
🔷 আহ্বায়ক:
তৌহিদুল ইসলাম আকিব
🔷 সিনিয়র যুগ্ম আহ্বায়ক:
মুনহাসীম মুহাম্মদ শাহির খান
🔷 যুগ্ম আহ্বায়ক:
খালেদা তামান্না
মাহফুজুর রহমান ইমরান
মোঃ আশিক খান
হাসিব মোল্লা
ইয়াসিন আরাফাত
মিশকাত আহমেদ রবিন
আরাফাত হোসেন তুষার
মুহাম্মদ সাগর হাওলাদার
হাসান মাহমুদ রনি
🔷 সদস্য সচিব:
রাকিবুল ইসলাম শিহাব
🔷 সিনিয়র যুগ্ম সদস্য সচিব:
ওয়াসিও ইসলাম
রাহাত রাতুল
🔷 যুগ্ম সদস্য সচিব:
আল মাহিদ তালুকদার
ওয়াহিদ আল ইমরান
সৌরভ শরীফ
হাসিবুল ইসলাম শান্ত
আসিবুল আহসান সিফাত
ইমতিয়াজ আহমেদ তামিম
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আশাবাদ ব্যক্ত করেছে, নতুন কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.