নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক (৪৭) নামে এক সহকারী ট্রেনচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়।\
নিহত এনামুল হক কুষ্টিয়ার মীরপুর উপজেলার বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আখাউড়ায় একা বসবাস করছিলেন এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে সহকারী ট্রেনচালক (অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে এনামুল হককে এলাকাবাসী দেখছিলেন না। তার বাসার দরজা সারাদিন বন্ধ থাকায় ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানায়।
নিহত এনামুল হক কুষ্টিয়ার মীরপুর উপজেলার বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আখাউড়ায় একা বসবাস করছিলেন এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে সহকারী ট্রেনচালক (অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে এনামুল হককে এলাকাবাসী দেখছিলেন না। তার বাসার দরজা সারাদিন বন্ধ থাকায় ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানায়।